Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ডিইউজের ওয়েব সাইট উদ্বোধন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:১১ এএম

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র কার্যালয়ে গতকাল সংগঠনের নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন ও কম্পিউটার হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফইউজের সভপাতি রুহুল আমিন গাজী। ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, মারুফ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বিএফইউজের সহ-সভাপতি নুরুল আমিন রোকন, ডিইউজে’র সহ সভাপতি শাহীন হাসনাত ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, স্বাধীন গণমাধ্যমের পূর্বশর্ত হচ্ছে স্বাধীন ও গণমুখি গণতন্ত্র। পরিপূর্ণ গণতন্ত্র ছাড়া কোন দেশে স্বাধীন গণমাধ্যম কল্পনা করা যায় না। যেহেতু দেশে গণতন্ত্র নেই, তাই এখানে গণমাধ্যম কর্মীদের কোন স্বাধীনতা নেই। স্বাধীন সংবাদপত্র, স্বাধীন গণমাধ্যম, স্বাধীন সাংবাদিক বলে দেশে কোনো কিছুরই উপস্থিত নেই। তিনি বলেন, আজকের বাংলাদেশে একটি সত্য হচ্ছে, সবাই কারাগারে বন্দী, কেউ ছোট কারাগারে কেউ বড় কারাগারে। তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে হাজার হাজার সাংবাদিককে হয়রানি করা হচ্ছে। দৈনিক সংগ্রামের সম্পাদক ও দেশের প্রবীণ সাংবাদিক এখনও কারাগারে বন্দী। দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের অবিলম্বে মুক্তি, সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধ করার দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিইউজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ