Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চোর অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মধ্যযুগীয় কায়দায় এক কিশোরকে গরু চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার ভোর রাতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার ধুমাইটারী গ্রামের জিহাদ উদ্দিনের ছেলে নজু মিয়া’র গরু তার ছোট ভাইয়ের জামাই রহিম চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রাফিকুলকে (১৬) চোর সন্দেহ করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় একই গ্রামের ফজলুল, ইয়াজুল ও নাজমুল। তারা রাফিকুলকে গরু চুরির অপবাদ দিয়ে ফজলুলের বাসায় সারারাত বেঁধে রাখে।

পরদিন শনিবার সকাল ৯ টায় রাফিকুলকে স্থানীয় আফসার উদ্দিন প্রামাণিকের বাড়িতে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে তার ওপর মধ্যযুগীয় অমানবিক নির্যাতন চালায় তনু প্রামাণিক, তাজু প্রামাণিক, তুহিন প্রামাণিক, লেলিন প্রামাণিক, সাবু প্রামাণিক ও মুসা প্রামাণিক।

এ নির্যাতনের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। নির্যাতনের ফলে রাফিকুল অসুস্থ্য হয়ে পড়লে এলাকাবাসি তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। একাদশ শ্রেণির ছাত্র রাফিকুল একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রাফিকুলকে নির্যাতনের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এ নিয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার জানান, কিশোর নির্যাতনের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ১৩ জনকে আসামি করে গত রবিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেন। এরা হলেন ধুমাইটারী গ্রামের বাবলু মিয়ার ছেলে রানা মিয়া ও আব্বাস আলীর ছেলে আজিজুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ