প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীত শিল্পী মেহরাব’র নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মেহরাব’র যাত্রা শুরু হয়েছে। এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তার রতুন গান ‘শোন না’। এই গানটিতে মডেল হয়েছেন তার স্ত্রী রুশী চৌধুরী। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন শোয়েব লিয়াকত ও মেহরাব। সঙ্গীতায়োজন করেছেন মেহরাব। অনেকটা হঠাৎ করেই মেহরাবের স্ত্রীর তার গানে মডেল হওয়া। গানটি প্রকাশের পর থেকেই গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন মেহরাব। মেহরাব বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই এই গানে আমার সহধর্মিনীর মডেল হওয়া। প্রথম মিউজিক ভিডিওতে মডেল হওয়া হলেও রুশী ছিলো বেশ স্বাভাবিক। নিজেকে বেশ সাবলীলভাবে উপস্থাপন করেছে। আমার গানে মডেল হওয়ার বিষয়টি আমাকে বেশ আনন্দ দিয়েছে। গানটি প্রকাশের পর থেকেই সাড়া পাচ্ছি।’ রুশী চৌধুরী বলেন, ‘মিডিয়াতে টুকটাক কাজ এর আগেও করেছি। তবে এবারই প্রথম কোন গানের মিউজিক ভিডিতে এভাবে মডেল হওয়া। অবশ্য মেহরাবের প্রবল আগ্রহ ছিলো বলেই এতে মডেল হওয়া। কাজটি করেও ভীষণ ভালো লেগেছে। গানটি প্রকাশের পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। মেহরাবের ভক্ত দর্শকেরা আমাকে সাদরে গ্রহণ করেছেন, এটাই আমার বড় প্রাপ্তি। গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ গত বছরের ৮ জুলাই ময়মনিসিংহের মেয়ের রুশীকে বিয়ে করেন মেহরাব। রুশী ঢাকার চারুকলা থেকে ফাইন আর্টসে মাস্টার্স করেছেন। তিনি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এই গানটির আগে মেহরাবের সর্বশেষ প্রকাশিত দেশের গান ছিলো ‘এলোরে বৈশাখ’। তবে মেহরাব জানান এখন থেকে নিয়মিত তার নিজস্ব ইউটিউব চ্যানেলে একে একে নতুন নতুন গান প্রকাশিত হবে। বর্তমানে স্টেজ শো নিয়েও দারুণ ব্যস্ত রয়েছেন মেহরাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।