প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত বছরের ‘গেইম ওভার’ এবং ‘ষান্ড কি আঁখ’ চলচ্চিত্র দুটির জন্য অভিনেত্রী তাপসী পান্নু খুব প্রশংসা পেয়েছেন আর পুরস্কার পাওয়াও শুরু করেছেন। আর সামনে বড় পুরস্কারের অনুষ্ঠানগুলো মঞ্চস্থ হওয়া শুরু হলে তার স্বীকৃতির তালিকাও বড় হবে। দর্শক ও বোদ্ধাদের মনে জায়গা করে নিতে পেরেছেন বলে সন্তোষ প্রকাশ করেছেন বলিউডের এই অভিনেত্রী। গত বছর তাপসীর অভিনয়ে ‘বদলা’, ‘গেইম ওভার’, ‘মিশন মঙ্গল’ এবং ‘ষান্ড কি আঁখ’ চলচ্চিত্রগুলো মুক্তি পেয়েছে। স¤প্রতি তিনি তামিল ‘গেইম ওভার’-এর জন্য আনন্দ বিকাতন পুরস্কার পেয়েছেন তারও আগে ‘ষান্ড কি আঁখ’-এর জন্য তিনি সেরার অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তাপসী সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের পাশাপাশি তিনি অন্তত একটি হলেও দক্ষিণ ভারতের ফিল্মে কাজ করবেন। তাপসী বলেন, “বহু ভাষার দর্শকদের কাছ থেকে শুনতে ভাল লাগে যে আমি এই পুরস্কার পাবার যোগ্যতা রাখি।” “আমি মনে করি পুরস্কার খুব বিষয়ভিত্তিক, ভাল কাজের পরম স্বীকৃতি হতে পারে না এটি। তবে শেষ পর্যন্ত আমি পুরস্কার পাওয়া উদযাপন করতে চাই কারণ আমি উপলব্ধি করছি হিন্দি ও দক্ষিণের রাজ্যগুলোতেও আমি আমারা অবস্থান সৃষ্টি করতে পেরেছি। এ জন্য ২০১৯ আমার জন্য বিশেষ একটি বছর।” ২০২০ সালে তাপসী অভিনীত যে ফিল্মগুলো মুক্তি পাবে তার মধ্যে আছে- অনুভব সিনহার ‘থাপ্পড়’ এবং ‘রেশমি রকেট’; এছাড়া মার্ডার মিস্ট্রি ফিল্ম ‘হাসিনা দিলরুবা’তেই তাকে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।