রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরকারি নিয়ম বিধি মোতাবেক পরিত্যক্ত জমি, নদী বা নিচু জলাশয়ের ধারে ইটভাটা গড়ে তুলে সেখান থেকে মাটি সংগ্রহ করে ইটভাটায় ব্যবহার করার নিয়ম-বিধি থাকলেও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় কোন নিয়ম-বিধি মানা হচ্ছে না। প্রভাবশালী ও অসাধু ব্যক্তিরা উপজেলার যত্রতত্র ইটভাটা গড়ে তুলে আবাদি জমির উর্বর মাটি দিয়ে ইট তৈরি করছে। ফলে প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ মারাত্মক ভাবে দূষিতসহ ক্ষতিগ্রস্ত্র হচ্ছে। এ বছর ধনবাড়ী উপজেলায় ১৯টি ইটভাটায় ইট পড়ানো হচ্ছে। এর ৩টির অবস্থান ধনবাড়ী পৌরসভার ভিতরে। বাকিগুলোর অধিকাংশই বিভিন্ন বাসাবাড়ি বা ঘন বসতির ধারে অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে উর্বর দোফলা বা ত্রিফলা আবাদি জমিতে।
এদিকে এক শ্রেণীর কৃষক বা জমির মালিক অধিক টাকার বিরিময়ে আবাদি উর্বর জমির মাটি বিক্রি করে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, এক বিঘা জমির মাটি ৮ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা যায়। মাটি বিক্রির পর ওই জমিতে ৩ বছর তেমনটি কোন আবাদ হয় না। তার পরও মাটি বিক্রি করতে বাধ্য হচ্ছে অনেকেই। কারণ ভাটার মালিকরা কিছু অপকৌশল প্রয়োগ করে মাটি কিনে নিচ্ছেন। অপরদিকে ট্রাক বা ট্রাক্টরযোগে মাটি বহনের কারণে রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলা-বালির কারণে পথচারীরা শ্বাসকষ্টসহ অতিকষ্টে চলাফেরা করতে বাধ্য হচ্ছে। যত্রতত্র ইটভাটা গড়ে উঠায় পরিবেশ মারাত্মক ভাবে দূষিত এবং ফসলের ব্যাপক ক্ষতি হলেও স্থানীয় প্রশাসনের কোন নজর নেই। সূত্রে প্রকাশ, এসব ভাটার মালিকরা সব মহল ম্যানেজ করেই চলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।