Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুঠি মিয়া (২৪) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের আসকুড়ি গ্রামের মরহুম আছমত আলীর পুত্র। ঘটনাটি গত রোববার সাড়ে তিনটায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণবাজারে ঘটেছে।
জানা যায়, কুঠি মিয়া দীর্ঘদিন ধরে তার পরিবারের সদস্যদেন নিয়ে উপজেলার ধারণ গ্রামের বশর মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ও ধারণ বাজারের মজনু মিয়ার অটো রাইছমেইলে শ্রমিকের কাজ করত। ঘটনার সময় রাইছমেইল এলাকায় গাছের জন্য ডাল কাটতে গাছে উঠলে অসাবধানতা বশত সে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হয়। দ্রæত উদ্ধার করে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
অটো রাইছমেইলের মালিক স্থানীয় কাকুরা গ্রামের মজনু মিয়া বলেন, কুঠি মিয়া ঘটনার দিন মেইলে কাজে ছিলেন না।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান ও থানার ওসি মোস্তাফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ