Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার আহ্বান

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পটিয়ায় বধির প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র ইশারা দোভাষী সংবাদ পাঠিকা (সাংকেতিক) আফরোজা খাতুন মুক্তা বলেছেন, আমার পরিবারে আমার মা, বাবা, ভাইসহ তিনজনই বোবা। শুধু পরিবারে আমি একজন সুস্থ আছি। তবুও আমার পরিবারের সদস্যদের আমার বোঝা মনে হয় না। আমি তাদের নিয়ে গর্ব বোধ করি। প্রতিবন্ধীরা সমাজের কোন বোঝা নয়। তারা এদেশের মানবসম্পদ। বধির প্রতিবন্ধীরা লেখাপড়ায় জ্ঞান অর্জনসহ অনেক ক্ষেত্রে দক্ষ।যারা লেখাপড়া জানে না, তারা অন্য কোন কাজ করে জীবিকা নির্বাহ করে। তারা কথা বলতে পারে না, তাদের ভাষা আমাদের বুঝতে হবে। তাই তাদের উন্নয়নে কাজ করার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে।
গত রবিবার রাতে পটিয়া ওয়াপদা সার্কুলার রোডে পটিয়া বধির প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহ-সভাপতি নাজিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, মুক্তার বাবা মঞ্জুরুল আলম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সাংবাদিক এস. কে. এম. নুর হোসেন, সেলিম চৌধুরী, বিপ্লব চৌধুরী, প্রতিবন্ধিদের মধ্যে বক্তব্য রাখেন সুমন, ইদ্রিছ, জুবলী, সবুজ, আইয়ুব আলী, মাকছুদুর রহমান, মুক্তা তালুকদার, আবদুল্লাহ, ওবাইদুল্লাহ ইমন প্রমুখ। সংবাদ পাঠিকা আফরোজা খাতুন মুক্তা প্রতিবন্ধীদের বক্তব্য দোভাষী করে উপস্থাপন করেন। উল্লেখ্য আফরোজা খাতুন মুক্তার বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন গ্রামে। তার বাবা বধির প্রতিবন্ধী মঞ্জুরুল আলম টেইলারিং কাটিং মাস্টার। মা আরিফা খাতুন গৃহিণী, ভাই মামুনুর রশিদ ১০ম শ্রেণির ছাত্র।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ