Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাস্তায় ভবন নির্মাণে জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগরের আবুল হোসেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত রোববার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এই জরিমানা করেন। শ্রীনগর উপজেলা জাপার সাবেক সহ-সভাপতি আবুল হোসেন দেউলভোগ বাজার ও সাব রেজিস্ট্রি অফিসের মাঝামাঝি সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণ শুরু করে। উপজেলা ভূমি অফিস বেশ কয়েকবার মৌখিকভাবে সর্তক করলেও সে কোন কর্ণপাত না করে উল্টো জনসাধারণের ব্যবহার্য সরকারি রাস্তা আরো বেশী দখল করে ভবন নির্মান শুরু করে। এসময় তিনি ভবনের বিপরীত পাশের সরকারি জায়গাও অবৈধভাবে দখলে নেয়। গত রোববার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং সরকারি জায়গা ছেড়ে দেয়ার নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ