Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে ট্রেন থেকে লাশ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের এসি কেবিন থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার দিনগত গভীর রাতে মাহবুব রশীদ মিল্টনের (৫২) লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
জিআরপি থানা পুলিশ সূত্র জানায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার ৬ নম্বর রাধানগর ইউনিয়নের মৃত মাহফুজ আহমেদের ছেলে মাহবুব রশীদ মিল্টন। তিনি ঢাকায় ব্যবসায় জড়িত এবং ঢাকার এ/১১, পুরাতন পল্টন লাইনের ৭২ নম্বর বাড়িতে খাকতেন। তিনি গত রোববার ঢাকা-চিলাাহটি আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে উঠেন। ওই ট্রেনের ‘খ’ বগির কেবিনের এসি বার্থ ৪৪ নম্বর সিটে যাত্রী ছিলেন তিনি। ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে জয়পুরহাটে পৌঁছলে ট্রেনের অ্যাটেনডেন্ট মো. ওবায়দুর রহমান ওই কেবিনে গিয়ে দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় দেখতে পান। সাথে সাথে তিনি বিষয়টি ট্রেনের ডিউটিরত সান্তাহার রেলওয়ের থানার সহকারি এএসআই মো. শাহিনকে অবহিত করেন। পরে জিআরপি পুলিশ গিয়ে কেবিনের দরজা খুলে ট্রেন যাত্রী মাহবুব রশীদ মিল্টনের লাশ সিটের ওপর পড়ে থাকতে দেখেন। এরপর আন্তঃনগর নীলসাগর ট্রেনটি রাত আনুমানিক পৌণে দুইটায় সৈয়দপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে। পরে লাশটি উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে থানায় নেয়া হয়। এসময় তার সঙ্গে থাকা ৬৭ হাজার টাকা, একটি ল্যাপটপ, আইফোনসহ দুইটি মুঠোফোন পাওয়া যায়। পরবর্তীতে মৃত ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।
সৈয়দপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রেন যাত্রী ওই ব্যক্তি বগির মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ