রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাড়ি ঘর হারিয়ে সর্বশান্ত হয়ে উঠেছে এক আ.লীগের নেত্রী। তার প্রায় কোটির টাকার ৮ শতক বাড়ি মহাসড়ক নিয়ে নেয়। পরে সে একটি টিনসেট বাড়িতে থাকত, তার শেষ আশ্রয়স্থল এ বাড়িটিও দুবৃর্ত্তরা পুড়িয়ে দেয়।
জানা যায়, দাউদকান্দির গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত ইউসুফ আলীর স্ত্রী উপজেলা মহিলালীগের সহ-সভানেত্রী রুকিয়া বেগম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাউদকান্দি পেন্নাই গ্রামে ৮শতক বাড়ি ভেঙে মহাসড়কে নিয়ে যায়। তার ৮ শতক জায়গার উপর ৩তলা বিল্ডিং ও টিনসেট বাড়িসহ প্রায় ৫ কোটি টাকার সম্পদ ক্ষতি হয়। পরে সে একটি টিনসেট বাড়িতে আশ্রয় নেয়। সব শেষে বাড়িটিও সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গৌরীপুর বাসস্ট্যান্ডে তার দশটি দোকান পুড়ে যাওয়ার পর সরকার বাথরুম তৈরি করে। রোকিয়া বেগম জানান, সরকার আমাকে সরকারি খাস জায়গা দেবার কথা থাকলেও এই পর্যন্ত দেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।