Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২, ৩ ও ৪ বাণিজ্যিক এলাকায় ব্যাংক খোলা

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঈদের আগে ১ জুলাই থেকে ছুটি শুরু হলেও ২, ৩ ও ৪ তারিখ ব্যবসায়ীদের সুবিধার্থে কিছু এলাকায় বিশেষ ব্যবস্থায় ব্যাংক লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে দেশের সব বাণিজ্যিক এলাকা ও বড় বিপণি বিতানসংলগ্ন ব্যাংক শাখায় টাকা তোলা ও জমা দেওয়া যাবে। আর পোশাক শিল্পঘন এলাকার ব্যাংক শাখাগুলোতে নিয়মিত লেনদেনের পাশাপাশি অন্যান্য কার্যক্রমও চলবে। ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দাবিতে সাড়া দিয়ে গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে পোশাক শিল্প এলাকার ব্যাংক শাখাগুলো কেবল ২ ও ৩ জুলাই খোলা রাখতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। তবে বাণিজ্যিক এলাকা ও বড় বিপণি বিতান সংলগ্ন ব্যাংকের কোন কোন শাখা খোলা রাখার প্রয়োজন হবে, তা ব্যাংকগুলো নিজেরা ঠিক করবে বলে গতকালের সার্কুলারে বলা হয়।
পাশাপাশি সাপ্তাহিক ও সরকারি ছুটির এসব দিনে কাজের জন্য কর্মকর্তা-কর্মচারীদের ‘যুক্তিসঙ্গত ভাতা’ দিতেও ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও টাঙ্গাইল এ অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি এলাকার শুধুমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো ২ ও ৩ জুলাই (শনিবার ও রোববার) ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই গত সোমবার ৪ জুলাই ব্যাংক খোলা রাখার দাবি জানালে গতকাল কেন্দ্রীয় ব্যাংক নতুন সার্কুলার জারি করে এ সিদ্ধান্ত জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২

২২ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ