পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গাইবান্ধায় গত কয়েক সপ্তাহ যাবৎ শৈত প্রবাহ, ঘনকুয়াশা ও তীব্র কনকনে শীতে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহায় শীতার্ত মানুষের দুঃখ কষ্ট লাঘবে গত শনিবার গাইবান্ধা সদর উপজেলার ধুতিচোরা দাখিল মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এর নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় জেলা জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি মাওলানা এবাদুর রহমান ও সেক্রেটারি শরীফ মো. আবু ইউছুফ বলেন, দেশের মাদরাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন সাহেব বরাবরই দুস্থ, গরীব, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেন। গত সপ্তাহেও তার নির্দেশে জমিয়াতুল মোদার্রেছীনের অর্থায়নে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ এ এম এম বাহাউদ্দীন ও মহাসচিব আলহাজ প্রিন্সিপাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে সংগঠনের উদ্যোগে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। বিগত বছরের ন্যায় গতবছরও জামালপুর এবং বগুড়ায় বন্যার্তদের মাঝে শুকনা খাবার, পরিধেয় পোশাক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও যেন জমিয়াতুল মোদার্রেছীন এমন সকল সমাজিক কর্মকাÐ অব্যাহত রাখতে পারে সেজন্য নেতৃবৃন্দ সকলের কাছে দোয়া কামনা করেন। সবশেষে শীত মৌসুমে দেশের সকলেই যেন পূর্ণ সুস্থতা সহকারে জীবন-যাপন করতে পারে, দেশ-জাতীর সার্বিক মঙ্গল কামনা করে, বিশেষ করে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি, মহাসচিবসহ সকল নেতৃবৃন্দের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক শাহীন এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।