Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গায়ে কেরোসিন ঢেলে ছাত্রীর আত্মহননের চেষ্টা

স্টাফ রিপোটার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গায়ে কেরোসিন ঢেলে চাঁদপুরের হাজীগঞ্জে মাদরাসা ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর আহতাবস্থায় ওই ছাত্রীকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়ে। এরপর গত শনিবার রাতেই ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রী সিপা (১৭) উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের প্রবাসি দেলোয়ার হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার ১০ শ্রেণির শিক্ষার্থী। হাজীগঞ্জ বাজারের ট্রাক রোডে তারা একটি ভাড়া বাসায় থাকতেন। সিপা’র চাচা হাসপাতালে জানান, মাদরাসা থেকে এসেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার কথা শুনেছি। তাকে বকাঝকা করায় রাগ করে এ ঘটনা ঘটিয়েছে। ছেলেদের সাথে মুঠো ফোনে কথা বলায় সিপার মা বকা দেয়ায় সে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, মেয়েটির শরীর প্রায় পুড়ে গেছে। বাঁচার লক্ষণ কম। প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, ঘটনা শোনার সাথে সাথে আমি হাসপাতালে গিয়েছি। আগুনে শিক্ষার্থীর শরীরের প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে। এ ব্যাপারে সিপার এক নিকট আত্মীয় জানান, শিল্পী তার মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছে। ফোনে চার্জ না থাকায় বন্ধ রয়েছে।
তিনি জানান, যদ্দুর জানতে পেরেছি, মেয়েটি হাজীগঞ্জ আলিয়া মাদরাসায় লেখা-পড়া করে। লেখা-পড়ার প্রতি অমনোযোগি। মাদরাসা ছুটি হলেও দেরী করে ফিরে। মোবাইলে ছেলের সাথে কথা বলা। এসব বিষয়ে তার মা বকা দেয়ায় সে ঘরে থাকা কেরোসিন গায়ে ঢেলে আত্মহত্যার চেষ্টা করে।
গতকাল রোববার সকালে সিপার এক চাচা জানান, সিপার পুরো শরীর ফুলে গেছে। বাঁচার কোন আশা নেই। তার খাদ্যনালীও পুড়ে গেছে। গত শনিবার গভীর রাতে সিপাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ