প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’। এটি নির্মাণ করেছেন শফিউল আযম শফিক। ইতিমধ্যে চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে গাজীপুর ও শরীয়তপুরের বিভিন্ন মনোরম লোকেশনে। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক শফিউল আযম শফিক নিজেই। শিল্প নির্দেশনা, কস্টিউম ডিজাইন ও প্রপস-এ আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আমিরুল ইসলাম। চিত্রপ্রহণে খোরশেদ আলম চৌধুরী ও এ আর খোকন। সম্পাদনায় রয়েছেন আব্দুর রহিম। পরিচালক শফিউল আযম শফিক বলেন, চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দেশপ্রেমে উজ্জীবিত করবে এবং বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে লিনেট ফিল্মস। এতে দুটি প্রধান চরিত্রে অভিনয় করছেন সাদমান সামীর ও তুলি রহমান। অন্যান্য চরিত্রে আছেন চরিত্রে আছেন আনোয়ার সিরাজী, আমিরুল ইসলাম, জুলফিকার চঞ্চল, আবিদ রেহান, গুলশান আরা পপি, শাহেলা, সোহেল রশিদ, শিশির প্রমুখ। মার্চে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে বলে জানান নির্মাতা শফিউল আযম শফিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।