Inqilab Logo

সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আবার উপস্থাপক ছাড়া অস্কার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি জানিয়েছে আগামী মাসে অনুষ্ঠিতব্য অস্কার অনুষ্ঠান গত বছরের মত এবারও উপস্থাপক ছাড়া হবে। এবিসি আরও জানিয়েছে এই ফরম্যাটে বর্ধিত রেটিং পাওয়া যাবে বলেই এই সিদ্ধান্ত। “অ্যাকাডেমির সঙ্গে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রচলিত উপস্থাপকের পদ্ধতি অনুসরণ ছাড়া আমরা এবারও অনুষ্ঠানটি করব,” এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্যারি বার্ক লস অ্যাঞ্জেলেসে এক সম্মেলনে বলেন। “বড় মিউজিকাল, কমেডি এবং তারকা উপস্থিতিসহ এটি হবে বিশাল এক বিনোদন,” এবিসির মুখপাত্র বলেন। সমকামিতা বিরোধী মন্তব্যের কারণে কেভিন হার্ট উপস্থাপনার দায়িত্ব থেকে বাদ পড়লে তিন দশক পর গত বছর প্রথম বারের মত অস্কার উপস্থাপক ছাড়াই অনুষ্ঠিত হয়। এর আগের বছরের তুলনায় রেটিংয়ের বিবেচনায় অনুষ্ঠানটি সফল বলে স্বীকৃতি লাভ করে। বলাই বাহুল্য উপস্থাপক ছাড়া অস্কার অনুষ্ঠান সাদরে গৃহীত হয় না। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এর আগেও উপস্থাপক ছাড়া অনুষ্ঠান করার চেষ্টা করে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল। এর আগে ১৯৮৯ সালে ৬১তম অস্কার উপস্থাপক ছাড়া অনুষ্ঠিত হয়। এবারের ৯২তম অস্কার অনুষ্ঠান হবে ৯ ফেব্রুয়ারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ