রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা এন আকন্দ কামিল মাদরাসার চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি গতকাল শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় জেলা আ.লীগের সভাপতি ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মতিয়র রহমান খান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, এন আকন্দ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন, জেলা আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
নেত্রকোনা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান জানান, দুই কোটি তিরানব্বই লাখ চুয়াল্লিশ হাজার নয় শত একষট্টি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হচ্ছে।
নেত্রকোনা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংশ্লিষ্ট নির্মাণ কাজের ঠিকাদার গাজী মোর্তুজা হোসেন কামাল আশা প্রকাশ করে বলেন, আগামী ১৮ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন হবে। এতে মাদরাসার শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। পরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি একই প্রাক্কলণ ব্যয়ে সদর উপজেলার মদনপুর শাহ্ সুলতান আলিয়া মাদরাসা চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।