Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধকল কাটিয়ে উঠছে এশিয়ার পুঁজিবাজার

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : জাপান, চীন, ভারতের মতো দেশগুলোর পুঁজিবাজার গত দুই দিনের পতনের ধাক্কা কিছুটা সামলে উঠেছে। সোমবারে এশিয়ার পুঁজিবাজারে জাপানের নিক্কেই সূচক ১.৬৮ শতাংশ, সাংহাই সূচক ২.২৭ শতাংশ, ভারতের সেনসেক্স ০.০২ শতাংশ, হংকংয়ের প্রধান সূচক ০.২০ শতাংশ, থাইলান্ডের সূচক বেড়েছে ০.৭৯ শতাংশ। তবে পাকিস্তানের সূচক আগের দিনের চেয়ে ০.৯৪ শতাংশ কমেছে। গণভোটে ব্রিটেনের ফলাফল চূড়ান্ত হওয়ার পর শুক্রবার একপর্যায়ে সূচক ৮ শতাংশেরও বেশি পড়ে যায়। তবে লেনদেনের শেষপর্যায়ে তা কিছুটা কাটিয়ে ৩.২% পতনে শেষ হয়। এদিন স্টারলিং পাউন্ড বিক্রি হয় ১.৩৪৬ ডলার। শুক্রবার এর মান ছিল ১.৩২২ ডলার। বাজারে এদিন সবচেয়ে বেশি নজর ছিল ব্রিটিশ কোম্পানিগুলোর দিকে। বাজারে স্থিতিশীলতা আনতে পদক্ষেপ নিচ্ছেন এশিয়ার প্রধানরা। জরুরি বৈঠকের পর জাপানের অর্থমন্ত্রী তারো আসোকে প্রধানমন্ত্রী শিনজো আবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনতে প্রয়োজনে যেকোন পদক্ষেপ নিতে হবে। আর্থিক বাজারে ঝুঁকি ও অনিশ্চয়তা বিরাজ করছে বলে জানান তিনি। জাপানের মুদ্রা ইয়েনের মান বেড়ে যাওয়া দেশটির সরকারের জন্য উদ্বেগের বিষয়। কারণ এ প্রবণতা বিশ্ববাজারে দেশটির রফতানিকে কম প্রতিযোগী করে তুলছে। শুক্রবার জাপানের বেঞ্চমার্ক শেয়ার সূচক, নিক্কেই ২২৫ প্রায় ৮ শতাংশ পতনের পর সোমবার লেনদেনের শুরুতে আরও ১.৭ শতাংশ পতন হয়। তবে লেনদেনের শেষ পর্যায়ে সূচক ২.৩৯ শতাংশ বৃদ্ধি পায়। চীনের মুদ্রা ইউয়ানের এদিন ০.৯ শতাংশ পতন হয়েছে; যা গত বছরের আগস্টের পর সর্বোচ্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধকল কাটিয়ে উঠছে এশিয়ার পুঁজিবাজার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ