প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘মুজিব বর্ষ’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন প্রজন্মের চার জনপ্রিয় শিল্পী কিশোর, রন্টি, সাব্বির ও লুইপা। সম্প্রতি গানটিতে কণ্ঠ দেন তারা। মুজিব বর্ষ জেগে উঠুক স¤প্রীতির বর্ণিল উৎসবে/ প্রজন্মের জাগরণে/ মুজিব বর্ষ জেগে উঠুক লক্ষকোটি প্রাণের উচ্ছ¡াসে/ সৌহাদ্যের বন্ধনে/ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে/ লক্ষ কোটি তারার আলোর ঝলকানিতে- এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সংগীতশিল্পী কিশোর বলেন, গানের কথা-সুর এবং সংগীতায়োজন খুব চমৎকার। এই গানটির মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ববোধ করছি। লুইপা বলেন, ‘মুজিব বর্ষ’ শিরোনামের গানটি একটি উৎসবমুখর গান। মনে হয় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে আমরা চারজন গানটি গেয়েছি। সাব্বির বলেন, গানের প্রতিটি লাইন হৃদয়ে গাঁথা। অসাধারণ একটি গান। আশা করি ‘মুজিব বর্ষ’ গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে। রন্টি দাশ বলেন, মনে হলো গানটি গাওয়ার মাধ্যমে আমি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। গীতিকার সুজন হাজং বলেন, ‘মুজিব বর্ষ’ গানটি এই চারজনই অসাধারণ গেয়েছেন। চারজনের কণ্ঠেই আলাদা বৈশিষ্ট্য এবং বৈচিত্র আছে। তাই গানটিতে বহুমাত্রিক আবেদন তৈরি হয়েছে। আশা করি, এই গানটি মুজিব বর্ষকে আরো উজ্জীবিত করবে। গানটি আজ সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গেøাবাল টিভিতে প্রচারিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।