Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার খলনায়িকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

রোমান্টিক, অ্যাকশন, কমেডি-কত চরিত্রেই না এতদিন অভিনয় করেছেন নায়িকা মাহিয়া মাহি! এবার তাকে দেখা যাবে খলনায়িকার ভ‚মিকায়। গত মঙ্গলবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ওয়াজেদ আলী সুমনের ‘ব¬াড’ নামের ছবিতে।
এই ছবিতেই নতুনরূপে হাজির হবেন মাহি। খলনায়িকার পাশাপাশি ছবিতে নায়িকার চরিত্রও করবেন তিনি। মাহি বলেন, ‘অনেক দিন ধরেই খল চরিত্রে অভিনয়ের ইচ্ছা ছিল। এবার ব্যাটে-বলে মিলে গেছে। আশা করি এই চরিত্রের মাধ্যমে নিজেকে ভাঙতে পারব। ‘ব¬াড’ বড় আয়োজনের একটি ছবি হতে যাচ্ছে।’
পরিচালক সুমন জানিয়েছেন, এ মাসের শেষেই অ্যাকশন ঘরানার ছবিটির শুটিং শুরু হবে। প্রি-প্রডাকশনের কাজ প্রায় শেষ। শুটিংয়ের সময়ই ছবির নায়কের নাম ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ