Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩ বছর পর স্টপেজ

যমুনা ট্রেন

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গাজীপুরের শ্রীপুরের সর্বস্তরের মানুষের টানা তিন বছর আন্দোলনের পর আন্ত:নগর যমুনা ট্রেনের স্টপেজ নামক সোনার হরিণের টিকেট স্থায়ীভাবে মিলেছে। গতকাল ১০ জানুয়ারি থেকে শ্রীপুর রেলস্টেশনে স্থায়ীভাবে যমুনা ট্রেনের স্টপেজসহ টিকেট বিক্রি শুরু হয়। এতে শ্রীপুর উপজেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার জনসাধারনের চলাচল সহজলভ্য হবে।
জানা যায়, ৭৪৫-৭৪৬নং আন্ত:নগর যমুনা এক্সপ্রেস (আপডাউন) ট্রেনটি শ্রীপুর স্টেশনে স্থায়ীভাবে যাত্রাবিরতি ও টিকেট কাউন্টারের দাবিতে শ্রীপুরের ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, আইনজীবী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ লাল পতাকা দেখিয়ে সাময়িকভাবে ট্রেন দাঁড় করিয়ে তিন বছর ধরে আন্দোলন করছিল। তৎকালীন সংসদ সদস্য আলহাজ এড. মো. রহমত আলীর নেতৃত্বে তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক চুন্নু শ্রীপুর রেলস্টেশনের প্লাটফর্মে এক সভায় যমুনা ট্রেনের স্টপেজ ও টিকেট দেয়ার আশ্বাস দিলেও স্থায়ীভাবে যমুনার স্টপেজ ও টিকেট পেতে বিলম্ব হয়। দীর্ঘ আন্দোলনের পর বর্তমান সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজের সহযোগীতায় অবশেষে যমুনা ট্রেনের টিকেট ও স্থায়ী স্টপেজের ব্যবস্থা করা হয়। গতকাল ১০ জানুয়ারি শুক্রবার সকালে যাত্রীদেরকে টিকেট ও ফুল দিয়ে স্থায়ী স্টপেজ ও টিকেট বিক্রি শুরু হয়।
ট্রেনের যাত্রাবিরতির আন্দোলনের নেতৃত্বে থাকা তপন কুমার বনিক, নুরে আলম মোল্লা, মো. রুহুল আমীন রতন, সোহাগ, হাবিবুর রহমান, হাবিবুর রহমান জুয়েল, লুৎফর রহমান, আবুল কালাম আজাদ রেলমন্ত্র শুভেচ্ছা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ