Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসকদের আন্তরিক সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও একটি করে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছেন। সরকার আধুনিক চিকিৎসা সেবা জনগনের দ্বোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করছে। তোমরা যাতে ভাল মানের ডাক্তার হতে পারো তার জন্য সব ধরণের কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে। ভাল ডাক্তার হওয়ার আগে ভাল মানুষ হতে হবে। তোমাদের মনে রাখতে হবে, জনগনের টাকায় তোমরা ডাক্তার হতে যাচ্ছো। তাই তোমাদেরকে জনগনের সেবায় আত্ম-নিয়োগ করতে হবে। চিকিৎসকদের উত্তম ব্যবহার ও আন্তরিক চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
গতকাল শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল চত্ত¡রে অস্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং নেত্রকোনা মেডিকেল কলেজের ২য় ব্যাচ (এমবিবিএস)-এর ওরিয়েণ্টেশন অনুষ্ঠান ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এসব কথা বলেন।
নেত্রকোনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রঞ্জন কুমার কর্মকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জ্যোতির্ময় আইচ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী, নেত্রকোনা মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, স্বাচিপ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ডা. পলাশ মজুমদার বাপী, বিএমএ নেত্রকোনা জেলা শাখার সম্পাদক ডা. আহসান কবীর রিয়াদ, স্বাচিপ নেত্রকোনার সম্পাদক ডা. এবিএম আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী মাহাদি মাহফুজ, সিরাজুল ইসলাম, সাদিয়া বিশ্বাস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ