Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী ক্ষণ গণনার দুটি মঞ্চের উদ্বোধন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ৬:৫৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনায় সিলেটের দুটি স্থানে উদ্বোধন করা হয়েছে কাউন্টডাউন মঞ্চ। আজ শুক্র বার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নগরীর হুমায়ুন রশীদ চত্বর ও টিলাগড় পয়েন্টে বিকাল সোয়া ৫টার দিকে এ মঞ্চ দুটি উদ্বোধন করা হয়। নগরীর টিলাগড় পয়েন্টে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কাউন্টডাউন (ক্ষণগণনা) মঞ্চের উদ্বোধন করেন।

এ সময় উপস্হিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, ডিআইজি মো. কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ কমিশনার এসএম গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ ।
এছাড়া উপস্হিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রণজিৎ সরকার, মাহফুজ রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বরেও কাউন্টডাউন মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এখানে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, জিল্লুর রহমান উজ্জ্বল, তারেক উদ্দিন তাজ প্রমুখ। উভয় অনুষ্ঠানস্থলেই কাউন্টডাউন মঞ্চ উদ্বোধনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ঢাকার তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কাউন্টডাউন মঞ্চের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়। ঢাকার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয় প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন

৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ