Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএনসিসির প্রকৌশলী শরীফ উদ্দিনকে দক্ষ ও অভিজ্ঞ প্রকল্প পরিচালকের স্বীকৃতি প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শরীফ উদ্দিনকে দক্ষ ও অভিজ্ঞ প্রকল্প পরিচালকের স্বীকৃতি প্রদান করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডিএনসিসির গুলশান, বনানী ও বারিধারা ক‚টনৈতিক এলাকার সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের দৃষ্টিনন্দন ও সফল সম্পাদনের কারণে তাকে এ স্বীকৃতি দেয়া হয়েছে। গত বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রশংসা পত্র প্রদান করেন।
গতকাল বিকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানান।
শরীফ উদ্দিনকে প্রশংসা পত্র প্রদানকালে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী, যুগ্ম প্রধান আবু মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএনসিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ