Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজ কোরআন হাতে পারা আল্লাহর রহমত ও সৌভাগ্যের বিষয়

চার কৃতি হাফেজের সংবর্ধনায় বক্তারা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ৬:২১ পিএম

হাফেজ কোরআন হাতে পারা আল্লাহর রহমত ও সৌভাগ্যের বিষয় বলে জানান, মরহুম হাফেজ আব্দুল হাই পরিবারের চার কৃতি হাফেজের সংবর্ধনায় বক্তারা।
কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী হাফেজ পরিবার 'মরহুম হাফেজ আব্দুল হাই' এর ৪র্থ প্রজন্মের কৃতি হাফেজদের সংবর্ধনা ও শুকরিয়া সভায় কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান বলেন, কীর্তিমানদের কৃতি স্মৃতি হয়ে থাকে। আর এই স্মৃতি থেকেই পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হয়। এভাবে মরহুম হাফেজ আব্দুল হাই এর ৪র্থ প্রজন্মের ৪ হাফেজে কোরনকে আজ আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হল। এটি আমরা যারা মরহুম হাফেজ আব্দুল হাই পরিবারের সাথে সম্পৃক্ত তাদের জন্য আল্লাহর রহমত, সৌভাগ্যের ও অুপ্রেরণার বিষয়।

গত কাল মরহুম হাফেজ আব্দু হাই স্মৃতি সংসদ' আয়োজিত সিকদার পাড়া প্রিন্সিপ্যাল ভিলায় ৪ হাফেজে কোরআনের সংবর্ধনা ও শুকরিয়া সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও হাফেজ আব্দুল হাই পরিবারের তৃতীয় প্রজন্মের জ্যেষ্ঠ পুরুষ আলহাজ্ব মোহাম্মদ।
মরহুম হাফেজ আব্দুল পরিবারের তৃতীয় প্রজন্মের অনয়তম পুরুষ
সীতাকুণ্ড আলীয়া মাদরাসার প্রিন্সপ্যাল, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মাহমোদুল হকের প্রিন্সপ্যাল ভিলায় আয়োজিত প্রাণবন্তু এই সংবর্ধনা ও শুকরিয়া সমাবেশটি বিশিষ্ট আলেমে দ্বীন, হাফেজে কোরআন, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক ও বিশিষ্টজনদের মিলন মেলায় পরিণত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ আলেমে দ্বীন ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, চকরিয়া আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা রুহুল কুদ্দুস আজহারী, বর্তমান প্রিন্সিপাল মাওলানা শফিউল হক জিহাদী, হাফেজ আব্দুল হাই পরিবারের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাবিবুল্লাহ মতিন, মাওলানা শফিকুল হক, আল্লাহমা মাহমুদুল হক ও টেকনাফ জমিরিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল এবং টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, সাংবাদিক শামসুল হক শারেক, এড. আবুছিদ্দিক ওসমানী, বড় বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন, হাফেজ নুরুল হুদা,আলীর জাঁহাল মহিলা মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা রফিক বিন ছিদ্দিক ও ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ব্যস্থাপক জামাল উদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ বলেন, মরহুম হাফেজ আব্দুল হাই পরিবারের এটি আড়াই শত বছরের স্মৃতি এবং প্রেরণা। তিনি আরো বলেন, এখন থেকে আড়াই শত বছর আগে যখন কোন মহিলা হাফেজা পাওয়া ছিল দুষ্কর তখন সেই পরিবারের হাফেজ আব্দুল হাই এর স্ত্রী ছিলেন একজন হাফেজে কোরআন। সে থেকে এই প্রজন্মের সন্তানরা যুগে যুগে আল্লাহর কোরআন হেফজ করে কোরআন সংরক্ষণে ভূমিকা রেখে যাচ্ছে হাফেজ আব্দুল পরিবারের পরবর্তী প্রজন্ম।

আল্লামা মাহমুদুল হক বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর কোরআন নাযিল করে হেফাজতের দায়িত্বও নিয়েছেন। সারা পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার পর থেকে এ পর্যন্ত কোটি কোটি ছাপানো কোরআন ছাড়াও এই কোরআনকে মুখস্থ করে রেখেছেন লক্ষ লক্ষ হাফেজে কোরআনরা। পৃথিবী থেকে কোরআন শরীফ মুছে দেয়া কারো পক্ষে সম্ভব নয়। মরহুম হাফেজ আব্দুল হাই পরিবারের ৪র্থ প্রজন্মের ৪ হাফেজে কোরআনকে আজ আমরা সংবর্ধিত করছি। তিনি বলেন, আল্লাহর কালাম মুখস্থ করে হাফেজে কোরআন হতে পারা গৌরবের এবং সৌভাগ্যের বিষয়। দুনিয়ার সম্মানের পাশাপাশি পরকালে রয়েছে হাফেজে কোরআন ও হাফেজে কোরআনের পিতা-মাতার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ পুরস্কার ও সম্মান।

উল্লেখ্য সংবর্ধিত ৫ হাফেজে কোরআনদের মধ্যে রয়েছে প্রিন্সিপ্যাল মাওলানা মাহমোদুল হকের নিজের ৪ সন্তান যথাক্রমে হাফেজ ফজলুল হক হাফেজ ফয়জুল হক ও হাফেজ আব্দুল হক তাঁর বড় ভাই মরহুম ওবায়দুল মান্নানের সন্তান হাফেজ আনিসুর রহমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ