Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩, আহত ৫

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ পৌর এলাকার পাইলিং মোড়ে ট্রাক-মিশুক মুখোমুখি সংঘর্ষে মা ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া একই পরিবারের ৩ জনসহ ৫ জন আহত হয়েছে। নিহতরা হলো- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী শেরিনা বেগম (৩৫) ও তার ছেলে ইমন (১০) ও একই গ্রামের মাহবুবের স্ত্রী জাকেরা বেগম (৩৯)। এ ঘটনায় ট্রাকসহ চালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একটি খালি ট্রাক (২০-০৩২৩) চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ যাবার সময় পাইলিং মোড়ে একটি মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিশুকে থাকা যাত্রী শেরিনা বেগম ঘটনাস্থলে নিহত হয় এবং ইমন আলী, জাকেরা বেগম, রনি, এজাবুল, মোয়াজ্জেমসহ আরও ২ জন গুরুত্বর আহত হয়। এদের মধ্যে ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই জাকেরা বেগম ও নিহত শেরিনা বেগমের ছেলে ইমন আলী মারা যায়। আহত অপর দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটককৃত তোফাজ্জল হোসেনের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ