Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে ১৫ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : সুন্দরবনের শিবসা নদী থেকে ১৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। আজ মঙ্গলবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে। জেলেদের দাবি, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী এ অপহরণের সঙ্গে যুক্ত। খবর পেয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও বন বিভাগ।
জেলে-মহাজন সূত্রে জানা যায়, পশ্চিম সুন্দরবনের নলিয়ান রেঞ্জের শিবসা নদীতে ভোরে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় সেখানকার জেলেবহরে অতর্কিতে হামলা চালায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। দস্যুরা জেলেদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং নৌকায় থাকা বিভিন্ন মালামাল লুটে নেয়। এ ছাড়া জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণের দাবি জানায় বনদস্যুরা।
অপহৃত জেলেদের মহাজনরা জানান, জেলেদের বাড়ি খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া ও সাতক্ষীরার তালা এবং মুন্সীগঞ্জ এলাকায়।
এদিকে জেলে অপহরণের খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছেন কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা।
সুন্দরবনে জেলে অপহরণের বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ফরিদ উজ জামান বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে এরই মধ্যে অভিযান শুরু করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ