Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পলাশবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার জুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ট্রাক চালককে রংপুর মেডিকেল কলেজ (রমেক) ও বাস চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জুনদহ এলাকায় ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪৩৬৭৪৯) সঙ্গে রংপুরগামী মালবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮৭১৮৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস-ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘণ্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ লোহানী জানান, দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ