প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আসন্ন ভালবাসা দিবস উপলক্ষে তরুণ কথা সাহিত্যিক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে নির্মিত হয়েছে দুই নাটক। নাটক দুটি হচ্ছে, কাশ্মীরি প্রেমিকা এবং প্রিয় কবিতা। কাশ্মীরি প্রেমিকার শুটিং ইতোমধ্যে স¤পন্ন হয়েছে। নাটকটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। কাশ্মীর থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণী ও তার স্বদেশে ফিরে যাওয়ার পরে জটিলতা নিয়ে আবর্তিত হয়েছে গল্প। নির্মাতা কাজী সাইফ আহমেদ বললেন, নাটকের গল্পের পরতে পরতে নাটকীয়তা রয়েছে। নাটকে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন ও মনোজ প্রামাণিক। প্রিয় কবিতার গল্প আবর্তিত হয়েছে একজন কবির জীবন ও তার জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক কাহিনি নিয়ে। নির্মাণ করছেন সরদার রোকন। নাটকের গল্পে উঠে এসেছে নাগরিক জীবনের জটিল বিষয় ও প্রেম। এতে অভিনয় করছেন সজল এবং নাদিয়া। মাহতাব হোসেন বলেন, দুটি নাটকই নিরীক্ষাধর্মী। লেখার আগে চরিত্রগুলোকে নিয়ে বিশ্লেষণ করেছি। গল্পের প্লট খুব কমন। আমাদের চারপাশে যা দেখি সেসব গল্পই লিখেছি। তবে গল্পের পেছনের গল্পকে সামনে নিয়ে এসে দেখানোর চেষ্টা করেছি। বাংলাদেশি নাটকে দর্শকদের বিরক্তির কথা মাথায় রেখেই অন্য পথে হেঁটেছি। উল্লেখ্য, ২০১৮ সালে মাহতাবের গল্প নিয়ে মাবরুর রশিদ বান্না নির্মাণ করেন লোকটি সৎ ছিল। নাটকটি ইউটিউবে দেখেছে কয়েক মিলিয়ন দর্শক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।