প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিদ্ধান্ত চতুর্বেদীর জন্য ২০১৯ ছিল নিশ্চিত করে তার ক্যারিয়ার নির্ধারনী বছর। বøকবাস্টার ‘গালি বয়’ ফিল্মে মুরাদের ভূমিকায় রণবীর সিং যতটা সিদ্ধান্ত এমসি শেরের ভূমিকায় ঠিক ততটাই নজর কাড়তে পেরেছেন। বছরের সেরা আবিষ্কার ছিলেন তিনি বলিউডে। আর তাতে তার ক্যারিয়ার প্রাণ পেয়েছে কয়েকগুণ। বলিউড তারকাদের সঙ্গে বিশ্বব্যাপী পারফর্ম করে বেড়াচ্ছেন তিনি আর তিনটি ফিল্মে কাজ করা সুযোগ পেয়েছেন। ‘গালি বয়’ চলচ্চিত্রে সিদ্ধান্ত আন্ডারগ্রাউন্ড র্যাপার এমসি শেরের ভূমিকায় অভিনয় করছেন যে নিম্নবিত্ত পরিবার থেকে আগত রণবীর রূপায়িত মুরাদ ওরফে ‘গালি বয়’-এর পৃ‘পোষকতা করে। স¤প্রতি এশিয়ার বৃহত্তম কলেজ ফেস্টিভ্যাল মুড ইন্ডিগোতে তিনি তার জনপ্রিয় র্যাপ গান ‘ভাগ শের আয়া’ গেয়ে উপস্থিত শ্রোতাদের রীতিমত নাচিয়ে ছাড়েন। এর পর আরও কয়েকটি কলেজ উৎসবে তাদে দাওয়াত দেয়া হয় মুড ইন্ডিগোর সেই সাড়া জাগানো পারফর্মেন্সের জন্য । অভিষেক চলচ্চিত্রে তিনি যেমন প্রশংসা পেয়েছেন তাতে নির্দ্বিধায়ই বলা যায় তার সামনের দিনগুলো উজ্জ্বল। সিদ্ধান্ত চতুর্বেদীকে আগামীতে বরুণ ভি. শর্মা পরিচালিত ‘বান্টি অওর বাবলি টু’ এবং দীপিকা পাডুকোন এবং অনন্যা পান্ডের সঙ্গে শকুন বাত্রার অনির্ধারিত নামের চলচ্চিত্রে দেখা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।