রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাহমুদপুর ইউনিয়নের গহরদী নয়াপাড়া গ্রাম থেকে রুবি (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রুবি ওই গ্রামের আলী হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের মরদাসাদী গ্রামের তারা মিয়ার কন্যা। গত সোমবার বিকেলে পারিবারিক কলহের কারণে বিষ পান করলে তাকে পরিবারের লোকজন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ স্বামীর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
তবে নিহত রুবির ভাই আবুল হাসেম জানান, আমার বোনের মুখে বিষের পানের কোনো গন্ধ নেই। আমার বোন সোমবার বিকেলে মারা গেলেও আমাদেরকে রাতে জানানো হয়। এ মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্যহত্মা। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।