রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরার দেবহাটায় আটক তিন পাখি শিকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এসময় পাখি শিকারে ব্যবহৃত ইয়ারগানটিও জব্দ করা হয়েছে।
গত সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারা মতে আটককৃত তিন পাখি শিকারীর প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা, অনাদায়ে প্রত্যেকের ৭ দিন করে কারাদন্ডাদেশ প্রদান এবং শিকারে ব্যবহৃত ইয়ারগানটি জব্দ করেন। পাখি শিকারীরা হলেন- উপজেলার নাংলা গ্রামের শহিদুল ইসলামের দুই ছেলে আল-আমিন (২৩) ও আলাউদ্দীন (২০)। আনোয়ার আলী গাজীর ছেলে আবুল কালাম আজাদ (২৪)। শিকারীদের কাছ থেকে চারটি বিরল প্রজাতির সবুজ ঘুঘু, একটি বক ও ইয়ারগান উদ্ধার করে পুলিশ। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।