রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বাধীন মহাসড়কের চান্দিনা থানার কুটুম্বপুর নামক স্থানে সাদা পোশাকে পুলিশ পরিচয়কারী ভুয়া পুলিশ গত সোমবার গ্রেফতার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি থানা পুলিশ। জানা যায়, সাদা পোশাকে ভুয়া ৩ পুলিশ পথচারীর টাকা-পয়সাসহ অনান্য মালামাল ছিনতাই নেয়ার সময় ঘটনাস্থল হতে ৩ জন আটক করা হয়। গত দুই মাস আগে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পাপিয়া বাস থেকে দাউদকান্দি উপজেলা মহিলা আ.লীগ নেত্রী জেবুন নেছা জেবুর কাছ থেকে ও সাদা পোশাক পুলিশ পরিচয়ে প্রায় ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং ঢাকা মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাছমুন নাহার বেগমকে মলমপার্টি মলম লাগিয়ে তার মালামাল লুট করে নিয়ে যায়। এ রির্পোট প্রেরণ পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।