রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারীর সৈয়দপুরে গরু চুরির হিড়িক পড়েছে। গত ১ মাসে সৈয়দপুর পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে ১২টিরও বেশি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গরুর মালিকরা আতঙ্কে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে গত ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত সৈয়দপুর পৌরসভার এলাকার ৯নং ওয়ার্ড থেকে ১২টিরও বেশি গরু চুরি গেছে। আর এসব গরু চুরি হয় পৌরসভার হাতিখানা বানিয়াপাড়া ও মাছুয়াপাড়া এলাকা থেকে। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর চুরি হয় সবজি ব্যবসায়ী নরেশ চন্দ্রের ২টি গরু। চুরি যাওয়ার গরু দুইটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা। এছাড়াও শহরের হাতিখানা বানিয়াপাড়া থেকে গত ডিসেম্বর মাসে মো. সামসুল আলমের ৪টি, আবু সালেকের ২টি এবং আজহারুল ইসলামের ২টি ও মোছা. মোস্তাকিমা বেগমের ২টি গাভী চুরি হয়ে গেছে।
সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান জানান, পৌর এলাকা থেকে গরু চুরির বিষয়ে কোনো অভিযোগ পায়নি। তবে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া থেকে গরু চুরির বিষয়ে গত সোমবার ১টি অভিযোগ পেয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।