Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যস্বত্বভোগীদের কাছে কৃষকসমাজ জিম্মি

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

কৃষকরাই দেশের অর্থনীতিকে সচল রাখে। তাই সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। আজকের সময়ে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। কৃষক সমাজ তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছে। মধ্যস্বত্বভোগীদের হাতে কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হলে এসব কৃষকের স্বার্থের দিকেই নজর দিতে হবে সরকারকে। তারা যেন উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান। কৃষি প্রণোদনা পান। সেচ, সার ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি পান। গত সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় দর্পণের অপরাজিতা সম্মেলন কক্ষে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক ও বেসরকারি উন্নয়ন সংস্থা দর্পণের আয়োজনে অনুষ্ঠিত ধানের লাভজনক মূল্য ও ক্ষুদ্র কৃষকের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত বলেন, কৃষক বাঁচাতে চাষাবাদে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রযুত্তির ব্যবহারে কৃষকদের খরচ ও সময় বাঁচবে অনেক। যার ফলে কৃষকরা তাদের ফসল উৎপাদন করে লাভবান হতে পারবেন। কৃষি বিষয়ক নতুন নতুন উদ্ভাবন কাজে লাগাতে হবে। লাভজনক চাষাবাদে প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিশিষ্ট ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলালের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্পণের নির্বাহী পরিচালক মাহবুব মোর্শেদ। বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, অধ্যক্ষ সফিকুর রহমান, কুমিল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি সাদিক মামুন, সাংবাদিক ওমর ফারুকী তাপস, উইমেন্স চেম্বারের সভাপতি নাগমা মেসার্শেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ