রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রামগড় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর এডিসি পদে পদোন্নতি জনিত বদলী হওয়ায় গত সোমবার রাত ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সারওয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানা অফিসার ইনচার্জ সামসুজ্জামান, সাবেক সংসদ সদস্য একেএম আলীমুল্লা, ১ ও ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম মজুমদার, মনিন্দ্র ত্রিপুরা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম আলমগীর, কৃষি কর্মকর্তা নাছির উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক, চিকিৎসক, স্থানীয় সাংবাদিকগণ প্রমুখ। বক্তাগন বলেন, তিনি গত ২৯ সেপ্টেম্বর ২০১৯ সালে রামগড়ে ১ম নারী ইউএনও হিসেবে যোগদান করেন। ১ বছর দুইমাস সময়ে তিনি রামগড়ের সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, স্থানীয় সাংবাদিক, সর্বোপরি রামগড় উপজেলা বাসীর মনজয় করে নিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।