রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সান্তাহারে এক রাতে ৩টি স্থানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা মোবাইল কার্ডসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, গত শনিবার দিবাগত রাতে শহরের পোঁওতা রেলগেট এলাকার আব্দুল মজিদ বাবুর চায়ের দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ ৫শ’ টাকা, এক হাজার টাকা মূল্যের মোবাইলের কার্ডসহ প্রায় দশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এছাড়া সান্তাহার তিলকপুর রোডের মাদকদ্রব্য অফিস এলাকায় সততা স্টোরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সিগারেট, ক্যাশবাক্স , ডিজিটাল ওজন পাল্লাসহ প্রায় দশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এবং একই রাতে উপর পোঁওতা সারোওয়ার হোসেনের চাতল মিলের দরজার তালা ভেঙে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৬টি খাসি চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় মামলা কোনো দায়ের করা না হলেও সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওয়াদুদকে জানানো হয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।