Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইজু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

ভোলার দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও গৃহবধূ লাইজু হত্যার ঘটনায় জড়িতের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ রোডে ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা দৌলতখান বাজারের সদর রোডে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের বিচার দাবি করেন। এতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীসহ লাইজুর পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের অধ্যক্ষ শ.ম ফারুকসহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তরা লাইজুর হত্যাকারী স্বামী তানজিলসহ জড়িত সবাইকে দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ