Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় মাদকবিরোধী র‌্যালি

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকালে মাদক বিরোধী র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, আ.লীগ নেতা রফিকুল ইসলাম রিপন জমাদ্দার প্রমুখ। র‌্যালি ও সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যগণ, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ