Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে আগ্রহ বাড়ছে সরিষা চাষে

মো. আশিকুর রহমান টুটুল, লালপুর (নাটোর) থেকে | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

পরিশ্রম ও খরচ কম হওয়ায় স্বল্প সময়ে ভালো ফলন পাওয়ায় নাটোরের লালপুর উপজেলায় রবিশষ্য সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। বর্ষা মৌসুমের ধান কেটে এক ফসল ও সাথি ফসল হিসেবে সরিষার চাষ করে থাকে এ অঞ্চলের কৃষকরা।
লালপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছরে এ উপজেলায় ২শ’ ২০ হেক্টর জমিতে চাষ হলেও চলতি মৌসুমে লালপুর উপজেলায় ৪শ’ ২০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। তবে প্রায় কৃষকই এখন উচ্চ ফলনশীল উপষী (বারি-১৪,১৫, টরি-৭ ও বিনা-২, ৩) জাতের সরিষার চাষ করেছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ।
সরেজমিনে দেখা যায়, মাঠ জুরে এখন সরিষার মনকাড়া হলুদ ফুলের সমারোহ। তাকালে মনে হচ্ছে সরিষার মনমাতানো হলুদ ফুল যেন হাতছানি দিয়ে কাছে ডাকছে। হলুদ ফুল থেকে মনের আনন্দে মিষ্টি মধু সংগ্রহ করছে মৌমাছির ঝাঁক।
চাষী তফিজ বলেন, শুধু জমিতে সরিষার বীজ রোপনের পরে এক বার সেচ, স্বল্প পরিমানে সার দিলেই সরিষা হয়ে যায়। ২ হাজার টাকা খরচ করে প্রতি বিঘা জমি থেকে ৪-৫ মন সরিষা পাওয়া যায়। বাজার দর ভালো হলে প্রতিমন সরিষা ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রয় হয়। এ কারণে আমি এবার দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছি। উপজেলার ওয়ালিয়া গ্রামের সরিষা চাষি সাইফুল ইসলাম বলেন, খরচ কম ও ফলন ভালো হওয়ায় এ বছর আমি দুই বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছি।
বীজ রোপণের দুই-তিন মাসের মধ্যে সরিষা ঘরে তোলা যায়। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে তার সরিষার বাম্পার ফলন হবে বলে তিনি জানান।
লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, আগে এই এলাকায় প্রচুর পরিমাণ সরিষার চাষ হতো। সরিষা চাষ করে অল্প পরিশ্রমে অধিক ফসল ঘরে তোলা যায়। বর্তমানে এ এলাকার চাষিরা আবারও সরিষা চাষে আগ্রহী হচ্ছেন। তিনি আরও বলেন, জমির উর্বরতা ধরে রাখতে উপজেলা কৃষি বিভাগ থেকে সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনক‚লে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ