Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৫ এএম

ঢাকার ধামরাইয়ে শরীফবাগ আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক গ্যাং সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং-এর বিরুদ্ধে মতবিনিময় সভা করেছেন ধামরাই থানা পুলিশ। গতকাল সকাল ১১টার দিকে এ মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ওসি দীপক চন্দ্র সাহা, ওসি অপরেশন মাসুদুর রহমান, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন। এ সময় বক্তরা মাদক গ্যাং সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিষয়ে বিভিন্ন কুফল ও নেতিবাচক দিকগুলি তুলে ধরেন।
এ প্রসঙ্গে ওসি বলেন, অপরাধীকে খোঁজার চেয়ে অপরাধ যাতে না হয় সে দিকেই বেশি কাজ করছি। বিশেষ করে ছাত্রদের বিভিন্ন স্টাইলে হেয়ার কাটিং বিষয়ে বেশ আলোচনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ