পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার বডার্র গার্ড পুলিশের (বিজিপি) সিনিয়র পর্যায়ে ৫দিনব্যাপী সপ্তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। গতকাল রোববার সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সীমান্ত সম্মেলন শুরু হয়। সীমান্ত সম্মেলনে মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান এর নেতৃত্বে আট সদস্যের মায়ানমার প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এর নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য এজেন্ডাগুলো হচ্ছে- মাদকদ্রব্য/নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধ, সীমান্তে সন্ত্রাসবাদ/জঙ্গীবাদ বিরোধী কার্যক্রম, মিয়ানমার নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ রোধ, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনী কর্তৃক ফায়ারিং প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বা অসতর্কতাবশত: আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারীদের উভয় দেশের স্ব স্ব সীমান্তরক্ষী বাহিনীর নিকট ফেরত প্রদান, সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় তথ্য বিনিময়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যৌথ টহল পরিচালনা, বাংলাদেশ- মিয়ানমার সীমান্তে বাংলাদেশ কর্তৃক সীমান্ত সড়ক নির্মাণ কালে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা প্রদান। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সম্মেলন শেষে আগামী ৮ জানুয়ারি যৌথ আলোচনার দলিল স্বাক্ষরিত হবে এবং ৯ জানুয়ারি মিয়ানমার প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।