প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক পরের মেয়ে। নাটকটি রচনা করেছেন সৈয়দ জিয়াউদ্দিন। পরিচালনা করেছেন হাবীব শাকিল। নাটকটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান, ইলোরা গহর, ইন্তেখাব দিনার ও সাদিয়া জাহান প্রভা। এছাড়া আরও অনেকে অভিনয় করেছেন। দিলারা জামান বলেন, ‘একটি পারিবারিক গল্পের নাটক এটি। সংসারে নানা টানা পোড়েনের গল্প উঠে এসেছে। নির্মাতা অনেক যতœ নিয়ে কাজটি করার চেষ্টা করছে। অনেকদিন পর পুরোপুরি পারিবারিক গল্পের একটি নাটকে কাজ ভালো লাগছে।’ ইলোরা গহর বলেন, ‘অসুস্থতার কারণে বেশকিছুদিন অভিনয় থেকে দূরে ছিলাম। ডাক্তার বলেছেন সুস্থ থাকতে হলে অভিনয়টা নিয়মিত করে যাওয়া উচিত। তাই এই নাটকে কাজ করছি। আমি একজন অবুঝ কিন্তু ভীষণ মানবিক একজন মায়ের চরিত্রে অভিনয় করছি। ইন্তেখাব দিনার বলেন, ‘গল্পটা ভীষণ সুন্দর। অভিনয় করতে বেশ ভালো লাগছে। আমি সবসময়ই গল্প প্রধান কাজ করতে ভালোবাসি। এই নাটকটির গল্পও ঠিক তাই। নাটকে সহশিল্পী হিসেবে যারা আছেন তারা প্রত্যেকেই আমার ভীষণ প্রিয়। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ প্রভা বলেন, ‘এর আগে হাবীব শাকিলের নির্দেশনায় চারটি খন্ড নাটকে কাজ করেছি। অনেক যতœ নিয়ে তিনি নাটক নির্মাণ করেন। এই নাটকে আমার চরিত্রটি চ্যালেঞ্জিং। সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজটি করতে হচ্ছে। অনেকদিন পর মনের মতো একটি পারিবারিক গল্পের নাটকে কাজ করার সুযোগ পেলাম। নির্মাতা হাবীব শাকিল জানান আগামী ১৩ জানুয়ারি থেকে দীর্ঘ এই ধারাবাহিকটি এনটিভিতে প্রচার শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।