Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনে ১১ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবে কলাপাড়া

ক্ষতির মুখে পড়বে ব্যবসা প্রতিষ্ঠান

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় চলতি মাসে ৩০৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। বরিশাল হতে পটুয়াখালী পর্যন্ত ১৩২ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।
পল্লী বিদ্যুৎ সমিতি কলাপড়া জোনালের ডেপুটি ম্যানেজার শহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি কর্তৃক বরিশাল হতে পটুয়াখালী পর্যন্ত ১৩২ কেভি জাতীয় গ্রিড লাইনে তার পরিবর্তনসহ রক্ষণাবেক্ষণের কাজ করবে পল্লী বিদ্যুৎ। তাই প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘন্টা কলাপাড়া, তালতলী ও আমতলী উপজেলাসহ পটুয়াখালী জেলার ৭টি ও বরগুনা জেলার ৪টি উপজেলায় বিদ্যুৎ বন্ধ রাখা হবে। এদিকে দীর্ঘ ২৮ দিন বিদ্যুৎ বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়বে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। বিশেষ করে মহিপুর আলীপুর মৎস্য বন্দরের বরফ কলগুলো বন্ধ থাকলে বেশি ক্ষতির মুখে পড়বে মৎস্য ব্যবসায়ীরা।
মহিপুর বরফ কল মালিক সমিতির সভাপতি ফজলু গাজী জানান, বিদ্যুৎ না থাকার ব্যাপারে পল্লী বিদ্যুৎ আমাদের এখনও অবগত করেনি। মহিপুর-অলীপুরের ৩০টি বরফকল প্রতিদিন গড়ে ১৬ হাজার ক্যান বরফ উৎপন্ন করে। প্রতি ক্যানের মূল্য ১০০ টাকা। যদি টানা ২৮ দিন বিদ্যুৎ বন্ধ থাকে তাহলে ব্যাপক লোকশানের মুখে পড়বে বরফ কল মালিকরা।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার শহিদুল ইসলাম জানান, ১৩২ কেভি জাতীয় গ্রিড লাইনে তার পরিবর্তন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। আবহাওয়া খারাপের কারণে রক্ষণাবেক্ষণের কাজ আপাতত বন্ধ রয়েছে। তাই পূর্ব ঘোষিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার তারিখ পরিবর্তন হতে পারে বিধায় এখনও মহিপুরে চিঠি দেয়া হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ