রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে প্রথমে পিতামাতা দুর্নীতি মুক্ত হতে হবে। তাহলে তার ছেলে সন্তানও দুর্নীতি মুক্ত হবে। অনেক ক্ষেত্রেই কমবেশি দুর্নীতি হচ্ছে, আমরা একযোগে সচেতন হলে দেশে আর দুর্নীতি হবে না। কাপ্তাই উপজেলা প্রশাসন কর্তৃক কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মধ্যে গত শনিবার কম্বল বিতরণ অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক জাকির হোসেন প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের উদ্দেশ্য এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি দুদক উপ-পরিচালক নাসির উদ্দিন আহমেদ, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি দুদক সহকারী পরিচালক আবুল বাশার, রাঙামাটি সাবেক ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, ওয়াগগা চা বাগান পরিচালক আমিনুর রশিদ কাদেরী, কাপ্তাই মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদৎ হোসেন চৌধুরী, জেলা মুক্তিযোদ্বা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক গাজী মোসলেহ উদ্দিন, কাপ্তাই মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইস্রাফিল হোসেন, আবুল কাশেম ভূঁইয়া ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো. কবির হোসেনসহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।