পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঘন কুয়াশায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল দুই দফায় সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে করে সারাদিনই দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি ছিল।
বিআইডবিøউটিসি দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশার চাদরে ঢেকে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল ৭টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে এলে সাবধানতার সাথে ফের ফেরি চলাচল শুরু হয়।
তারপর আবারো সকাল ৮টার দিকে ঘন কুয়াশায় নৌরুটের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে করে পুনরায় রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হতে থাকে। দু’দফা ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকে পড়ে শত শত যানবাহন। কনকনে শীতের মধ্যে আটকে থাকা যানবাহনের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগ পোহান।
গতকাল বিকেলে সরেজমিনে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত অন্তত ৩ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। এছাড়া দৌলতদিয়া ঘাট থেকে ১২ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় সিরিয়ালে আটকে রাখা হয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।
বিআইডবিøউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে কিছু যানবাহন আটকা পড়েছে। এটা প্রাকৃতিক সমস্যা। এতে তাদের কোন হাত নেই। তবে আটকে থাকা যানবাহনগুলো দ্রæততম সময়ের মধ্যে নদী পারের চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।