Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী মাসে চালু হচ্ছে সনি-স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মিরপুর-২-এ সনি সিনেমা হল ভেঙে গড়ে তোলা হচ্ছে সিনেপ্লেক্স। এই সিনেপ্লেক্স যৌথভাবে চালু করছে সনি সিনেমা হল কর্তৃপক্ষও স্টার সিনেপ্লেক্স। গত বছরের ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির বিষয়বস্তু ছিল, মিরপুরের ঐতিহ্যবাহি সনি সিনেমা হল ১৫ বছরের জন্য ভাড়া দেয়া হয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে। তারাই সিনেপ্লেক্স নির্মাণ করবেন। ইতোমধ্যে এর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী মাস থেকে এটি চালু করা হবে। এর নাম দেয়া হয়েছে সনি-স্টার সিনেপ্লেক্সস্টার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সিনেপ্লেক্সটি চালু হবে। সনি সিনেমা হলের কর্ণধার মো. হোসেন বলেন, পুরোদমে কাজ চলছে। যতদ্রুত সম্ভব এটি চালুর জন্য কাজ করছি। এখানে মোট তিনটি স্ক্রিন থাকবে। আসন সংখ্যা থাকবে ৪০০, ২৫০, ১৫০ (মোট ৮০০)। সিনেপ্লেক্সের অন্যান্য শাখার মতো নয়, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে এর টিকেটের মূল্য নির্ধারণ করা হবে। সিনেপ্লেক্সের পরিবেশন উন্নত করতে দেশের নামীদামী পোশাকের ব্র্যান্ড, খাবারের দোকান, জিম সেন্টার, শিশুদের বিনোদন কেন্দ্র রেখে ইতোমধ্যে সনি স্কয়ার গড়ে উঠেছে। উল্লেখ্য, স্টার সিনেপ্লেক্স ইতোমধ্যে ৬টি স্ক্রিন নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৩টি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাউয়ারে ৩টি স্ক্রিনসহ মোট ১২টি স্ক্রিন নিয়ে সিনেপ্লেক্স চালু করেছে। প্রতিষ্ঠানটি দেশের গুরুত্বপূর্ণ স্থানে কয়েক বছরের মধ্যে ১০০ সিনেপ্লেক্স চালু করার ঘোষণা দিয়েছে।



 

Show all comments
  • Rashedul Islam ১৫ জুলাই, ২০২১, ১১:০৯ পিএম says : 0
    আমি স্টার সিনেপ্লেক্সে শুরু থেকে সব মুভি দেখি তাই চাই তাড়াতাড়ি চালু করে দেওয়া হোক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ