Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র ও অভিনয়ে ফিরছেন লিনজি লোহান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মার্কিন তারকা লিনজি লোহান জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রে ফিরে নতুন করে অভিনয় ও সঙ্গীত ক্যারিয়ার শুরু করার পরিকল্পনা করছেন। ৩৩ বছর বয়সী অভিনেত্রীটি সিএনএনের নববর্ষের অনুষ্ঠানে এক সাক্ষাতকারে ২০২০ সালে তার পরিকল্পনার কথা জানান। তিনি বর্তমানে ওমানের রাজধানী মাস্কাটে অবস্থান করছেন। ২০২০ নিয়ে তার কোনও পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে লোহান বলেন : “হ্যাঁ, আছে। আমি আমার বোনের (আলিয়ানা) ম্যানেজারের দায়িত্ব পালন করছি, তাই আমি এখন আমি যা করতে পারি আর আমার নিজের ওপর মনোযোগ দেয়ার কথা ভাবছি। আমি আমেরিকা ফিরে অভিনয় শুরু করতে চাই, এই বছর শিগগিরই আমি তা করব বলে আশা করি। আর আমি এতো খেটে যা অর্জন করেছিলাম সেখানে ফিরে আমার কাজ আমার পরিবার আর আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।” লোহান ‘অ্যামাঙ দ্য শ্যাডোজ’ চলচ্চিত্রে কাজ করবেন; এটি মুক্তি পাবে ২০২০-এর ৫ এপ্রিল। তার শেষ ফিল্ম ‘দ্য ক্যানিয়ন্স’ ২০১৩তে মুক্তি পেয়েছিল। সাক্ষাতকার দেবার পর তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন : “ভবিষ্যৎ উজ্জ্বল। আসুন আমরা সবাই ভালবাসা আলো এবং শান্তি ছড়িয়ে দিই।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ