রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোবিন্দগঞ্জে আশামনি বেগম (১৮) নামের এক নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার বিশ^নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, দরবস্ত ইউনিয়নের মারিয়া গ্রামের আশরাফ আলীর মেয়ের সাথে এই ইউনিয়নের বিশ^নাথপুর গ্রামের বুদু মিয়ার ছেলের তৌহিদ (২২) এর সাথে চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তৌহিদ ও তার পরিবারের লোকজন পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নানাভাবে আশামনিকে নির্যাতন চালিয়ে আসছিল। আশামনির পরিবার আর্থিকভাকে অস্বচ্ছল হওয়ায় যৌতুকের দাবি মেটাতে পারেনি। গত শুক্রবার বিকেলে স্বামী তৌহিদের পরিবারের লোকজন আশামনিকে মারপিট করে ও যৌন নির্যাতন করে হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আশামনির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গোবিন্দগঞ্জ থানা পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে পরিবারের লোকজন পলাতক থাকায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। লাশে যৌনাঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন নিহত গৃহবধূর পরিবারের লোকজন। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় অস্বভাবিক মৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।