রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে (বঙ্গবন্ধু শিল্পঞ্চল) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে অর্থনৈতিক অঞ্চলের বামনসুন্দর সøুইসগেট এলাকায় সেতু নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সে। সেতু তৈরির কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমীন কনস্ট্রাকশনের উপঠিকাদারের কর্মী ছিলেন রুবেল। ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রুবেলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাজীপাড়া এলাকা মোহাম্মদ শফির ছেলে।
আল আমীন কনস্ট্রাকশনের কর্মকর্তা মাহবুবুল হক বলেন, গ্র্যান্ডিং মেশিনের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। তার পরিবারকে সাধ্যমতো ক্ষতিপূরণ দেয়া হবে।
মীরসরাই থানার উপপরিদর্শক মাহফুজুল আলম বলেন, রুবেলের লাশ থানায় রেখে তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। পরিবারের সম্মতি থাকলে মামলা ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।