Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

নানা আয়োজনে গতকাল শনিবার ফরিদপুরের ৯টি উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মধুখালী বাজার থেকে ১টি বিশাল র‌্যালি মহাসড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মধুখালী উপজেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, মধুখালী পৌর মেয়র ও সাবেক ছাত্র নেতা মোরশেদ রহমান লিমনসহ শতাধিক উপজেলা ছাত্রলীগ নেতারা বক্তব্য দেন। আলোচনা সভায় মির্জা আহসানুজ্জামান আজাউল বলেন, মধুখালীতে মাদক ব্যবসা, টেন্ডারবাজী করা চলবে না। যারা এইসব কর্ম কাÐে লিপ্ত আছেন তারা সাবধান হয়ে যান। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখে ছাত্র রাজনীতি করার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ